Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

ভূমিকাঃ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেএে স্থল ভাগের ন্যায় নদী পথও একটি গুরুত্বপূর্ন মাধ্যম । এ উপজেলার প্রধান ও একমাএ নদী হলো তিস্তা নদী। দ্বিতীয় আর একটি শাখা ছোট নদী মানাস । উভয় নদী কাউনিয়া বাসীর সমাজ জীবনে সুখ দুঃখের ছাপ ফেলেছে ।

 

তিস্তা নদীঃ কাউনিয়া বাসির জন্য বড় গুরুত্বপূর্ন ভুমিকাপালন  করে এই তিস্তা নদী । সিকিমের পার্বত্য এলাকায় হিমালয় থেকে উৎপন্ন হয়ে তিস্তা নদী ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে নীলফামারী জেলার ডিমলা থানার ছাতনাই গ্রামের প্রায় এক কিলোমিটার উওর দিয়ে বা্ংলাদেশে প্রবেশ করেছে । অতঃপর রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা্র ভিতর দিয়ে কাউনিয়া উপজেলায় প্রবেশ করেছে । উপজেলার হারাগাছ এলাকার পূর্বপাশ ঘেঁষে আরো পূর্ব দিকে তিস্তা রেলওয়ে সেতু অতিক্রম করে সোজা দক্ষিণ পূর্ব দিকে গাইবান্ধা জেলার ভিতর দিয়ে ব্রক্ষপুএ নদের সাথে মিশেছে ।

এই নদী পথ ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘাট, বন্দর,হাট ও বাজারে ভিড়তো ছোট বড় নৌকা । চলতো বানিজ্য নৌকা, এখনও সেধারা অব্যাহত রয়েছে ।

 

মানাস নদীঃ কাউনিয়া উপজেলার প্রধান নদ-নদী তিস্তা হলেও কাউনিয়া বাসির একান্ত আপন, পরম সুহ্দদ, সুখ-দুঃখ, হাসি-কান্না, পেশার সাথী , চলার সাথী তিস্তার একমাএ শাখা নদী মানাস ।

এই মানাস নদী নিলফামারী জেলার কিশোরগঞ্জ থেকে তিস্তার একটি শাখা নদী হিসাবে বেড়িয়ে এসে গোটা গঙ্গাচড়া উপজেল,রংপুর সদর ও কাউনিয়া উপজেলার  বিভিন্ন ইউনিয়নের ভিতর দিয়ে  একেবেকে  বয়ে গেছে । ইহার দৈর্ঘ্য প্রায়৮৮কিলোমিটার ।ইহা কোথাও কোথাও মরা মানাস নদী নামেও পরিচিত। 

 

ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।